ঐশ্বর্যের ইথারে ইথারে পৌঁছে গেছে
নৈরাজ্যের ঘনকালো দীঘির জলের ধারা।
চারিদিকে বাঁধভাঙা উচ্ছ্বাস, নানা অভিঘাত-অভিযোজন
নিরর্থক চেতনার ভয়ংকর এক দৃশ্য…।
জানা-অজানা, নানাবিধ পাঁচফোড়নে ঘেঁটে যাই
উদয়াস্ত জীবনের চৌহদ্দি।
প্লাবিত হওয়া দূষিত নিকোটিনে ভরে যায়
লীলাময় সবুজ অভিসার।
নক্ষত্রের বিচ্ছুরিত আলোক রক্ত কণিকা থেকে
ঝরে পড়ে শিশিরের বিন্দু বিন্দু জল
দৃষ্টির অগোচরে সব কিছু প্রতারণাময় চিত্রকল্প।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।