×

খেলা

তৃতীয় ম্যাচেও চাপে দক্ষিণ আফ্রিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০১৯, ০৬:৪৯ পিএম

তৃতীয় ম্যাচেও চাপে দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেও চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হাশিম আমলা (৬) ও কুইন্টন ডিককের (১০) উইকেট হারায় প্রোটিয়ারা। রাসি ভন ডুসেন (২২) ও ফাফ ডু প্লেসিস (৩৮) চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও উইকেটে স্থায়ী হতে পারেননি।জেপি ডুমিনি (৩) ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। এছাড়া ডেভিড মিলার (৩১) কিছুটা চেষ্টা করলেও টিকতে পারেননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৫.৩ ওভার শেষে ৭ উইকেটে ১৯৬ রান। টানা দুই ম্যাচ হারার পর ছন্দে ফিরতে মরিয়া প্রোটিয়ারা। অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করার লক্ষ্য ভারতের। বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য বেশ এগিয়ে প্রোটিয়ারা।

চারবারের সাক্ষাতে দক্ষিণ আফ্রিকার তিন জয়ের বিপরীতে ভারতের জয় মাত্র একটিতে। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্মৃতি নিয়েই মাঠে নামছে ভারত, যা অনুপ্রেরণা জোগাবে বিরাট কোহলিদের।

২০১২ ও ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি ২০১৫ বিশ্বকাপে জয় পায় কোহলিরা। ফলে আইসিসির মেগাআসরে অন্যতম ফেভারিট টিম ইন্ডিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App