×

জাতীয়

সুনামগঞ্জে ঈদের আনন্দ নেই কৃষক পরিবারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৯, ০৩:২৭ পিএম

সুনামগঞ্জে ঈদের আনন্দ নেই কৃষক পরিবারে
কৃষকের সোনার ফসল ঈদের আগে ঘরে তুলতে দেখে আশায় বুক বাঁধতে শুরু করেছিলে সুনামগঞ্জের কৃষকরা। আশা ছিল এই ধান বিক্রি করে পরিবারের সবাইকে ঈদে নতুন পোশাক কিনে দেবেন। ধুমধাম করে ঈদ করার ইচ্ছা ছিল কৃষকদের। কিন্তু বিধিবাম কষ্টের ফসলের ন্যায্যমূল্য না পেয়ে আসন্ন ঈদ আনন্দও নিরানন্দে পরিণত হয়েছে জেলার কৃষকদের। সুনামগঞ্জ সদর উপজেলার শাফেলা গ্রামের কৃষক কবির হোসেন বলেন, এবার ফসল ভালা পাইছি। কিন্তু যে টেকা দিয়া ধান চাষবাদ করেছিলাম সেই ধানের দাম পাইলাম না। আমরার বাধ্য হইয়া ৪৫০ টাকা থাইকা ৫০০ টাকার মধ্যেই ধান বেচতে হইতাছে। তার ইচ্ছে ছিল এবার আবাদি সোনালি ফসল ধান বিক্রি করে পরিবারের সবাই ভালোভাবে ঈদ উদযাপন করবেন। কিন্তু বর্তমানে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় তার সে আশায় গুড়েবালি। তিনি যত ধান পেয়েছেন সব ধান বিক্রি করেও ঈদের জন্য নতুন কাপড় কেনা হচ্ছে না তার। শুধু কবির হোসেনই নয়, ঈদের আনন্দ মলিন হতে বসেছে সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি কৃষক পরিবারে। এ বছর লোকসানের মুখে পড়ে কৃষিকাজে আস্থা হারাচ্ছেন সুনামগঞ্জের লক্ষাধিক কৃষক। তাই লোকসান থেকে বাঁচতে সরকারের কাছে ধানের ন্যায্যমূল্যের দাবি জানিয়েছেন সাধারণ কৃষকরা। সরকারি ঘোষণা মতে ১ হাজার ৪০ টাকা দরে ধান ক্রয় করবে সরকার। চলতি বছর সুনামগঞ্জ জেলা থেকে সরকার ধান সংগ্রহ করবেন ৬ হাজার ৫০৮ টন। এবার সুনামগঞ্জে ধান উৎপাদন হয়েছে প্রায় ১০ লাখ টন। জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা বলেন, ইতোমধ্যে ধান সংগ্রহ শুরু হয়ে গেছে। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে ৫০ হাজার টন ধান সংগ্রহের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। যদি অনুমোদন হয় তাহলে আমরা সেই অনুযায়ী ধান সংগ্রহ করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App