×

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানে বুধবার ঈদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৯, ১০:৪৮ পিএম

ভারত-পাকিস্তানে বুধবার ঈদ

ফাইল ছবি।

সোমবার (০৩ জুন) রাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় সৌদি আরবের আকাশে। এরপর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সিদ্ধান্ত হয় মঙ্গলবার (০৪ জুন) ঈদ উদযাপনের। এ হিসেবে নির্দিষ্ট সময়সূচি মেনে ভারতে বুধবারই (৫ জুন) উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। এছাড়া পাকিস্তানের আকাশে ইতোমধ্যে চাঁদ দেখা গেছে, তারাও বুধবার ঈদ উদযাপন করবে।

ভারতে বুধবার ঈদ উদযাপন করা হবে বলে মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা দেয় দিল্লি। পাশাপাশি দীর্ঘ আলোচনার পর পশ্চিমবঙ্গের নাখোদা মসজিদও ঘোষণা দিয়েছে, দেশে বুধবার উদযাপন হবে ঈদ। এদিকে, সোমবার ইন্দোনেশিয়া ঘোষণা দেয়, মঙ্গলবার রমজানের শেষ দিন। বুধবার তাদের দেশে ঈদ উদযাপন হবে। একইভাবে বুধবার ঈদ উদযাপন হতে যাচ্ছে জাপান, মালয়েশিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে।

মঙ্গলবার রমজানের শেষ দিন ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডেও। তারাও ঈদ করছে বুধবার। এছাড়া অস্ট্রেলিয়াও বুধবারই উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App