×

সাময়িকী

শব্দহীন / জিনাত রশীদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০১:১৬ পিএম

শব্দহীন / জিনাত রশীদ
হঠাৎ ঘটে গেল বিবেকের ভয়ংকর এক্সিডেন্ট তুই, তুমি, আপনি, আপনারা পোস্টমর্টেম রিপোর্টে সব শব্দ আহত। বলি চুপ করো, শব্দহীন হও মগজমূলে ঢেকে রাখো বিবেকের স্খলন তবু আহত শব্দগুলো উঠে দাঁড়াতে চায় বলি ভেঙে পড়ো, নত হও বালির উত্থান, উড়ো মেঘ দেখো, স্রোতের ভিতর ঘূর্ণি তবুও আহত শব্দগুলো সম্মুখ হতে চায় হতে চায় যুদ্ধের ময়দানে পিস্তল, রাইফেলস, শর্টগান দাঁড়াতে চায় সারিবদ্ধ হয়ে পরস্পর চায় গাঁথা হোক প্রতিবাদী কয়েক লাইন রচিত হোক পাঁচিলঘেরা এক বিদ্রোহী কবিতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App