×
Icon ব্রেকিং
জয়দেবপুরে যাত্রীবাহী ট্রেনে সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

জাতীয়

যাত্রীবাহী লেগুনার দোষ ছিল : পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০২:১২ পিএম

যাত্রীবাহী লেগুনার দোষ ছিল : পুলিশ

দুর্ঘটনা কবলিত লেগুনা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত লেগুনা-কোচ সংঘর্ষের ঘটনায় লেগুনাকে দায়ী করেছে পুলিশ। উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের জিলানী রবিবার বোয়ালিয়া বাজারে সৃষ্ট সড়ক দুর্ঘটনার পর তদন্ত করতে গিয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। সোমবার তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, প্রকৃতপক্ষে যাত্রীবাহী লেগুনার দোষ ছিল। এই সংঘর্ষে জড়ানো লেগুনাটি অবৈধভাবে ওই পথে ঈদ উপলক্ষে অধিক ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করছিল। লেগুনাটির মালিক সিরাজগঞ্জের রায়গঞ্জের আব্দুল্লাহেল বাকী রঞ্জু। তিনি বলেন, ঘটনার সময় লেগুনাটি পুলিশের চোখ ফাঁকি দিতে দ্রুত বোয়ালিয়া বাজার অতিক্রমকালে এই ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়। লেগুনার মালিক রঞ্জুকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। উল্লেখ্য, রবিবার দুপুরে উপজেলার বোয়ালিয়া বাজারের পাশে উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ রোডগামী লেগুনা ও ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন মারা যান। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেকজন। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App