×

সাময়িকী

বোবা মুরলীর সুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০৩:৫৪ পিএম

বোবা মুরলীর সুর
যে কথা বলতে এসে, চলে গেলে মুরলী বাজিয়ে সে কথা বলে যাও, রেখো না বিরহিনী সাজিয়ে। এখনই সময়, বলো সে কথা, নিভৃত এ-বনারণ্যে, বিজন রাতে অভিসারিণী হয়েছি তোমার জন্য। দেখ আকন্দ-সুবাসে সুবাসে ছেয়ে গেছে এ-ক্ষণ, জোনাকিরা আলো দিয়ে ভরে দিল পিপাসিত মন জলকেলি খেলে হলি, ধবল এই ধোয়া জোছনায় পুষ্পপত্র মেলেছে ডানা, বয়ে যায় নদী মোহনায়, তুমি কেন হেয়ালীর প্রাচীর তুলে করো গো হেলা বাঁশরি বাজিয়ে কি সুর তুলে করেছো শুধু খেলা? ঐ মুখের মধুর বীণায়, প্রণয়ের সুর তুলে যাও স্পর্শের অদূরে থেকো না, সোহাগের হাত বাড়াও, খোলো চোখ, অধরে ফোটাও ফুল, করো না ভুল, অমিয় বাণী শোনাও তুমি, হতে চাই যে ব্যাকুল। দোহাই শুধু হেয়ালীর মুরলী বাজিয়ে যেও না চলে অভিসারীর এই পথ মাড়িয়ো না, কোনো ভুলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App