×

সাময়িকী

বিচিত্র মন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০১:৩০ পিএম

বিচিত্র মন
মন সেতো এক অদ্ভুত ভূমি সুখ দুঃখ দিয়ে গড়া এক বেলাভূমি, কখনো এক মনে সুখের ফসল ফলে কখনো দুঃখের মাঝে দুঃখের ফসল গড়ে। দারিদ্র্য মনে থাকে কতো সংশয়? কিভাবে চলবে এ জীবন মনের মাঝে আকুত ভয়, তৃষ্ণার্ত মনে কতো আশা জন্মায়! তবুও জীবনের মাঝে কখনো জয়, কখনো পরাজয়। মনে কখনো সহস্র কবিতার ছন্দগুলো ডানা মেলে উড়ে বেড়ায় কবি মন পূর্ণ হয় সহস্র কবিতার ছন্দ দিয়ে কবিমন সাজে কবিতার মালা সাজিয়ে। কখনো ভালোবেসে কেউ হয় আপন কখনো ঘৃণার মাঝে গড়ে এ বিচিত্র মন, উথালপাথাল ইচ্ছেরা কখন কি যেন চায়? ইচ্ছেগুলো কখনো স্রোতে ভেসে যায়। মনের মাঝেই থাকে কতো অজানা কাহিনী কেউ জানে না কেউ বোঝে না মনের মাঝেই গড়া কতো কল্পকাহিনী, মন তো এক বিচিত্র জগৎ মনের মাঝেই বাস করে রহস্যময় এ জগৎ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App