×

সাময়িকী

প্রতি ভোরে পাশ ফিরে শোয় তোমার চিবুকের নরম আলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০৮:৪৩ পিএম

প্রতি ভোরে পাশ ফিরে শোয় তোমার চিবুকের নরম আলো ফুটফুটে ঘড়ির কাঁটা জানিয়ে দেয় সূর্যের আলিঙ্গন এক বরষায় বৃষ্টির নরম তুলতুলে পুুতুল যখন তোমার সঙ্গী হয় তখন আমি দাঁড়িয়ে ঝুল বারান্দায় আকাশ হওয়ার শখে নিদারুণ অবকাশ যাপন এই শহরের গলিপথে, তবুও ভোর হয় শারদীয় সন্ধ্যায় আবির রঙে হাজির হয় একগুচ্ছ কবিতার নববর্ষ তোমার ভাঁজখোলা ঢেউখেলানো শাড়ি ছুঁয়ে যায় উৎসব, ছোঁয় তোমার কোমল বাহুলতা তোমার আলতাপরা পদযুগল... খইফোটা দুপুরে ঝরাপাতার গান শুনে রঙিন প্রজাপতি হয়ে যায় আকাশ সাঁওতাল মেঘ গিলে খায় সূর্যের সাতরঙা কষ্ট সূর্য স্লোগান শেষে ঘরে ফেরো তুমি তোমার চিবুকে তখনো ভোরের নরম আলো হলি খেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App