×

জাতীয়

ঢাবির কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক মমতাজউদদীনের নামাজে জানাজা সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ১২:৩২ পিএম

প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার  সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন শিক্ষাবিদ ও সংগঠক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার ও সালাহউদ্দিন লাভলু প্রমুখ। মমতাজউদদীনের বড় ছেলে তিতাস মাহমুদ বলেন, বাবা অনেক বর্ণাঢ্য জীবন যাপন করেছেন। এখানে উপস্থিত সবাই এবং দেশবাসী বাবাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জানাজার পর অধ্যাপক মমতাজউদদীন আহমদকে শেষশ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। গতকাল রবিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মমতাজউদদীন আহমদ। সেখান থেকে রাতে তাকে রূপনগরের বাসার পাশে মদিনা মসজিদে নিয়ে যাওয়া হয়। ওই মসজিদে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজার পর মমতাজউদদীনের মরদেহ তার গ্রামের বাড়ি চাঁপাইনবাগঞ্জের ভোলাহাট উপজেলার হাবিবপুর নিয়ে যাওয়া হবে। সেখানে বাবার কবরের পাশে চিরশায়িত করা হবে এই কিংবদন্তিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App