×

খেলা

টাইগারদের জার্সির চাহিদা তুঙ্গে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০১:৪৫ পিএম

টাইগারদের জার্সির চাহিদা তুঙ্গে
এবার দ্বাদশ বিশ্বকাপ আসরে ইংল্যান্ড-ওয়েলসে আইসিসির ভেন্যুগুলোতে মাশরাফিদের জার্সি পাওয়া যাবে। পাঠক এ খবর আপনারা আগেই জেনেছেন। তবে এটা হয়তো টাইগার ভক্তরা জানেন না অংশগ্রহণকারী অন্য দেশের চেয়ে বাংলাদেশের জার্সি বিক্রি হচ্ছে বেশি। গতকাল নিজেদের প্রথম ম্যাচ খেলতে ওভালে মাশরাফিরা মাঠে নামেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রবাসে বসবাসকারী টাইগারপ্রেমীরা মাঠে বসে নিজ দলের খেলা দেখবে তাও আবার জার্সিহীন এমনটা হতে পারে না। তাই ম্যাচ শুরু হওয়ার আগেই টাইগারদের জার্সি বিক্রি বেড়ে যায়। জাতীয় দলের বিশ^কাপের প্রথম ম্যাচকে সামনে রেখে গোটা বাংলাদেশ উত্তাল, উন্মুখ অপেক্ষা। এদিকে প্রবাসী বাঙালিরাও কম যাচ্ছেন না। গতকাল প্রোটিয়াদের বিপক্ষে মাশরাফি-তামিমদের উৎসাহ জোগাতে, অনুপ্রাণিত করতে এবং মাঠে এসে অকুণ্ঠ সমর্থন জোগাতে প্রবাসীদের উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। পূর্ব লন্ডনে বাঙালি অধ্যুষিত এলাকার বিভিন্ন দোকানে বাংলাদেশের লাল-সবুজ জার্সি বিক্রি হচ্ছে অনেক। বলা যায়, অংশগ্রহণকারী ১০ দেশের মধ্যে বাংলাদেশের জার্সির চাহিদাই বেশি। ইংল্যান্ডে এসব জার্সি বিক্রেতারা জানিয়েছেন, টাইগারদের প্রতিটি জার্সি ১৫ পাউন্ডে বিক্রি হচ্ছে। সবুজ ও লাল দুই রঙয়ের জার্সিই পাওয়া যাচ্ছে ১৫ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৬০০ টাকা। তবে বিশ^কাপ উপলক্ষে উচ্চমূল্য হলেও জার্সি কিনতে কার্পণ্য নেই প্রবাসী সমর্থকদের। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জার্সি কিনতে দোকানে দোকানে ভিড় করে টাইগার সমর্থকরা। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর আগে প্রিয় দলের জার্সি গায়ে গ্যালারিতে উপস্থিত থেকে মাশরাফি-সাকিবদের উৎসাহ জুগিয়েছেন। তবে শুধু যে ইংল্যান্ড-ওয়েলসে টাইগারদের জার্সি বিক্রি বেশি হচ্ছে তা নয়। বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে তামিম-সৌম্যরা। ক্রিকেটারদের সমর্থন জোগাতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও কম যান না। অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুলিস্তান হকার্স মার্কেট পুরোটাজুড়েই বাংলাদেশের ক্রিকেটারদের লাল-সবুজের জার্সির সমারোহ, সেখানে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা। এমনকি ঈদের কেনাকাটায় প্রাধান্য পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি। রাজধানীর বিভিন্ন শপিং মল, জার্সি বিক্রির দোকান ও মার্কেট ঘুরে দেখা গেছে, রমজান শুরুর পর থেকেই মার্কেটে ক্রেতাদের চাহিদার তালিকায় রয়েছে টাইগার জার্সি। রাজধানীর মৌচাক মার্কেটের পোশাক বিক্রেতা ফকির আশরাফ জানান, অনেকে ঈদের জন্য জামা-কাপড় কেনার পাশাপাশি জার্সি কিনতে চায়। সেজন্যই ঈদের জামা-কাপড়ের সঙ্গে টাইগারদের জার্সি রাখা হয়েছে। এতে যেমন ক্রেতাদের ফিরে যেতে হচ্ছে না, তেমনি আমাদেরও লাভ হচ্ছে। বড়দের পাশাপাশি ছোটদের জার্সিও ভালো বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App