×

সাময়িকী

ক্রন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০১:১৮ পিএম

ক্রন্দন
ক্লান্তির নৌকোয় ভেসেছি আজ আজন্ম মিতালী জুটিয়েছি জুনি পোকাদের সাথে ক্ষণে ক্ষণেই অনুভব করছি তাদের অপূর্ব স্পন্দন। ভুলেছি তীর্থযাত্রার কথা পুলকিত রাতে ব্যাসবিহীন ব্যাসার্ধবিহীন, ভুলেছি আড়মোড়া ভাঙা শীতসকালের প্রবল ঝিকিমিকি মধ্যদুপুরে বাউলের টুংটাং, গেরুয়া বসন অনুভব করছি বাউলের অন্তর্মুখী আগুন যা ক্রমশ ধিকিধিকি করে জ্বলছিল। ভুলেছি রঙিন প্রজাপতিটার ওড়াওড়ি ট্রান্সট্রমারের পরিত্যক্ত বসন্তের আবহ অনুভবে আজো ভর করে সেই পুরনো ঝড়বাদল; এড্রেনালিনে একপশলা জোর প্রবাহ দিয়ে যায় বিধূয়মান পেশোয়াজ! সময়ে-অসময়ে ডানাঝাপটানো রূপকথা; তবে তোমাকে বিদায় আজ খেয়ালি পারিজাত বহুক্রোশ দূরে থাকুক সকল তাড়িতালোক এলবেলে যুক্তিবিহীন প্রথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App