×

খেলা

ওভালের সেরা ‘কস্টিউম পুরস্কার’ পেলেন জুয়েল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ১০:৪৮ এএম

ওভালের সেরা ‘কস্টিউম পুরস্কার’ পেলেন জুয়েল
ওভালের সেরা ‘কস্টিউম পুরস্কার’ পেলেন জুয়েল
ওভালে গতকাল রবিবার বাঘের গর্জন শুনেছে বিশ্ব। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। এ লড়াইয়ে টাইগারদের সমর্থনে মাঠ কাঁপিয়েছে ১৬ হাজার বাংলাদেশি সমর্থক। বাংলাদেশের জাতীয় পতাকা আর টি-শার্ট গায়ে দিয়ে ‘টাইগার টাইগার’ স্লোগানে মাতিয়ে তুলেছে ওভাল স্টেডিয়াম। ঠিক সেভাবেই বাংলাদেশের ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে অনেকেই পরেছেন নানা রংয়ের কস্টিউম। এই কস্টিউমগুলো গণমাধ্যমসহ আইসিসিরও নজর কাড়ে। আর এ রকমেরই একটি কস্টিউম পরেছিলেন মুরতাহিন বিল্লাহ জুয়েল। ২০১৭ সাল থেকে তিনি এ কস্টিউম পরিধান করে বাংলাদেশ দলকে উৎসাহ যুগিয়ে আসছেন। গতকাল ওভালেও এর ব্যতিক্রম ছিল না। সেই বাঘের আকৃতির কস্টিউম নিয়ে বার বার টিভি ক্যামেরার নজর কাড়েন জুয়েল। তার এ আকর্ষণীয় কস্টিউম দৃষ্টি এড়ায়নি আইসিসিরও। ক্রিকেটের এই বিশ্ব সংস্থা গতকাল টাইগার সমর্থক জুয়েলকেই একমাত্র ‘সেরা কস্টিউম’ পরিধানকারী হিসেবে নির্বাচিত করেছে। বাঘের আকৃতির কস্টিউম পরিধান করে সেরা কস্টিউমধারীর পুরস্কার জিতে নেন মুরতাহিন বিল্লাহ জুয়েল। মাঠের খেলায় টাইগাররা যেমন বাংলাদেশের জন্য বয়ে এনেছেন অনন্য সম্মান; তেমনি টাইগার সমর্থকদেরও সম্মানিত করেছেন জুয়েল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App