×

সাময়িকী

এসো হে জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০৮:৫৭ পিএম

হু হু মাঠ। নদীপাড়ে ভাঙা সেতু। পাশে একা গাছ নুয়েপড়া ডাল। উড়–উড়– শাখা। ফুল ফুটে আছে থাকতে পারে কারো কারো অসাফল্য- বিত্ত আহরণে সে-ও কিন্তু পদ্য লেখে। চাঁদ ওঠে আধপোড়া মনে কোনো কোনো দীর্ঘ চোখে, অশ্রুস্থানে স্রোতোস্বিনী আঁকা আকাশ আগুন আলো একই সূত্র- ফিরে আসে চাকা এখনো মনের কোণে স্নেহপ্রীতি প্রেম জেগে থাকে আনন্দে আনন্দধ্বনি, নদীসত্য- মোহানার বাঁকে কাঁটা কিছু থাকে...। কাঁকরের পথ- অপরিপাটি তবু হে জীবন, এসো, হাতে হাত- একসাথে হাঁটি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App