×

সাময়িকী

একদিন এই পথ বাঁকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০৮:৪৪ পিএম

হাঁটছি পথের সঙ্গে-গৃহবধূর উঠান ধরে পেছনে সরে যাচ্ছে অনাগত পথ, খুঁটছি ফাল্গুন-বাতাসের গোপন গল্প ভাড়া দিতে দিতে পুরান ঢাকার তিন গলি মাথায় কিনেছি বসন্ত-বৈশাখ;

একদিন এই পথ বাঁকে, নিশকালো কুচকুচ কাকডুব নগরীর মদ পানে-কোকিল ধ্বনি ফুটতে ফুটতে দোয়েল চত্বরে কেটে যায় একটি বৃহস্পতিবার- সন্ধ্যার আলোটুকু গিলে খায় নিরঞ্জন দুপুরের বর্ষা জ্যোৎস্নার পুকুরে মেঘ খেলে-রাজহংসী নাচ!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App