×

সাময়িকী

উত্তীর্ণ কবিতা চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০৮:৪১ পিএম

বিনা অপরাধে পিষ্ট হয়ে যায় শিশিরস্নাত সবুজ ঘাস সুগন্ধ-বাতাস বাক্যবাণে জর্জরিত হয়ে শূন্যতায় ভাসে নীলাকাশ, আকাশের পথে ছোট ছোট সুখ চলে যায় দিগন্ত পেরিয়ে শিল্পের শিরায় রাক্ষসেরা বসে থাকে কলংকের দাগ দিয়ে। অশ্রুপাতে দেবতার রোষ ধুয়ে যায় কনে দেখা বিকেলে প্রণয় সুখ বাতাসে বেড়ায়; নিমিষে গজায় ঘাস ঊষর মাটির বুকে অর্থহীন বাক্যবাণে দিশাহারা হলে দিশা পাই খুঁজে অনুপম সুখে। একটু প্রশ্রয়ে নগণ্য এ কবি কবিতার চিত্রকল্প খোঁজে নীলিমায় সমস্ত মনীষা দিয়ে পটভূমি আঁকে সমর্পিত কবিতায়। আমি ঋণী ক্রীতদাসী নই নক্ষত্রের আলো খুঁজি ক্রুরতায় আসন্ন বসন্তে প্রণয়িনী হই রূপ মহিমায়। সৃষ্টির পূর্ণতা পেয়ে আকাক্সক্ষার স্বপ্ন-বীজ বুনি দেবতার বরে রাক্ষসেরা অমরত্ব পেয়েছে কে কবে শুনি? যতোই আঘাত আসুক আঁধারে বজ্রপাত হোক উত্তীর্ণ একটি কবিতার জন্য করে যাবো শোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App