×

সাময়িকী

আমিতো আমি নই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০৩:৫৬ পিএম

আমিতো আমি নই
হাজার বছরের পুরোনো গোলাপ বনের ইতিহাস ওড়ে আমায় ঘিরে ম ম ঘ্রাণে গোলাপের লাল আসে রেটিনার উঠোনে ফিরে ফিরে ওড়ে প্রাচীন জলের আকাশের ভেজা শালিকের গোপন দুখ মনের বিষাদ ঘিরে। প্রাচীন প্রেম-সন্ন্যাসীর আত্মার ধুক পুকে শুনি প্রজাপতি মৌসুমের হাওয়ার গান আমায় ডাকে কালে কালে ভালোবাসার অঝোর অশ্রুর দগ্ধ প্রাণ। পুরোনো ইতিহাসের পথে পথে আমি ঘুরি কুয়াশার চাদর ছিঁড়ে কোষে কোষে উষ্ণ আলোর স্বপ্ন নিয়ে ধীরে ধীরে। প্রাচীন দর্শন পূরাণ আমার পায়ে লুটিয়ে মিনতি করে সবিনয়ে বলে ভালোবাসার অনন্ত কাব্য লিখতে কবিতার গাছে গাছে ভালোবাসার অহর্নিশ ফুল ফোটাতে। ইদানীং আমি দোয়েল কোয়েলের বাড়িতে শিখি পদ্যের সুর রোদের চুমোয় বেলীর ঘ্রাণে প্রতিনিয়ত ভেঙে হই চুর চুর। কখনো ব্যস্ত নগরে তীব্র হর্নে জেগে দেখি অচেনা চরাচরে নৈঃশব্দের নিঃসীম ঘরে আমার নিথর দেহ আছে পড়ে, পৃথিবীর মাটির সাথে মিশে যেতে যেতে আমি ক্রমশ কবি হই শত সচেতনতায় শুধু কানে বাজে ‘আমি তো আমি নই’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App