×

খেলা

অস্বস্তিতে কোহলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০১:৩৫ পিএম

এবারের বিশ্বকাপে হট ফেভারিট ইংল্যান্ড। আর ভারতকে ধরা হচ্ছে অন্যতম ফেভারিট দল। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে কোহলির দল। আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোহলিদের বিশ্বকাপ মিশন। এর আগে হাতের চোট নিয়ে কিছুটা অস্বস্তিতে কোহলি। ইংল্যান্ডে আসার পর থেকে ভালো নেই ভারতীয় ক্রিকেট দল। প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জয় পেলেও রান পাননি রোহিত-ধাওয়ানরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে তাই বেশ চিন্তায় রয়েছে ভারতীয় শিবির। সমর্থকদের চিন্তাটা আরো বাড়িয়ে দিলেন বিরাট কোহলি। অনুশীলনে ডান হাতের বুড়ো আঙ্গুলে চোট পেয়েছেন ব্যাটিং সুপার স্টার। ধারণা করা হচ্ছে, কোহলির চোটটা বেশ মারাত্বকই। শনিবার সাউদাম্পটনে দলের অনুশীলনে অংশ নেন কোহলি। ফিল্ডিং প্র্যাকটিস করার সময় বল এসে লাগে তার আঙ্গুলে। কোহলি শুশ্রুষা করতে ছুটে আসেন ফিজিও প্যাট্টিক পারহার্ট। ফিজিওর সঙ্গে অনেকক্ষণ আলাপ করেন ‘টিম ইন্ডিয়া’ অধিনায়ক। এরপর বরফ পানিতে নিজের আঙ্গুল ডুবিয়ে রাখেন। তার আঙ্গুলে ব্যান্ডেজও দেয়া হয়। অধিনায়কের চোট নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ট্রেনিং সেশনে উপস্থিত সাংবাদিকরা মনে করছেন কোহলির চোট বেশ গুরুতর। এবারের আইপিএলে ভালো ছন্দে ছিলেন না কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও রানের দেখা পাননি। বাংলাদেশের বিপক্ষে ফিরেছিলেন ছন্দে। করেন ৪৭ রান। সাইফুদ্দিনের বলে বোল্ড হওয়ার আগে উইকেটের সব পাশে রান পেয়েছেন ভারত অধিনায়ক। প্রোটিয়াদের বিপক্ষে অধিনায়ক কোহলির খেলা নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা কেটে যাবে বলে আশা করছে ভারতীয় সমর্থকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App