×

সাময়িকী

অরুনিমা তোমার অবাঞ্ছিত উপপাদ্যে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০৮:৩৯ পিএম

অবিশ্বাসের ঘুণপোকায় তিলে তিলে কুঁকড়ে খাওয়া স্বপ্নগুলো জলাঞ্জলি দিয়ে ভালো আছি, খুব ভালো আছি। তোমার খেয়ালি হাওয়ায় ঝরা গোলাপের পাপড়িসমগ্র রঙিন পুস্তকের ভাঁজে ভাঁজে যত্নে তুলে রেখে আহত হৃদয়ের ভগ্নাংশের বেশ আছি, ভালো আছি। বহমান নদীর স্বচ্ছ স্রোতের ধারার সমুখে দাঁড়িয়ে একা আকণ্ঠ তৃষ্ণায় ডুবে কর্কশ পাথরে হোঁচট খেয়েছি। তবু ভালো আছি অরুনিমা, খুব ভালো আছি। শাশ্বত প্রেমের অবাঞ্ছিত উপপাদ্যে বিরূপ শব্দ দূষণে বঞ্চিত হৃদয়ে অনিশ্চিত শঙ্কায়- হাহাকারের ধ্বনি শুনেছি। রবী ঠাকুরের লাবণ্য, জীবনানন্দের বনলতা, জসীমউদ্দীনের আসমানি কিংবা রিলু রিয়াজের অরুনিমা-পরস্পর সূত্রের বৈচিত্র্যে অবিভক্ত প্রেমের অসহ্য ঋণে বারবার মাথা ঠুকেছি তবু ভালো আছি অরুনিমা, খুব ভালো আছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App