×

জাতীয়

অমিত হত্যা মামলায় রিমান্ডে রিপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৯, ০৮:৩১ পিএম

অমিত হত্যা মামলায় রিমান্ডে রিপন

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে খুনের আসামি যুবলীগকর্মী অমিত মুহুরী হত্যা মামলায় আসামি রিপন নাথকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আজ সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ আসামিকে নেওয়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের শুনানি করে এ আদেশ দেন।

এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান বলেন, রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিচারক শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত বুধবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলের ছয় নম্বর কক্ষে ইটের টুকরো দিয়ে মাথার পেছনে আঘাত করা হয় এক সময়ের যুবলীগ কর্মী অমিত মুহুরীকে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিপন নাথ নামের ২৮ বছর বয়সী অপর এক হাজতিকে এই ঘটনার জন্য দায়ী করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন।

বৃহস্পতিবার মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে আসামি রিপনকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তার রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানির জন্য আদালত সোমবার দিন রেখেছিল।

সীতাকুণ্ড উপজেলার মৃত নারায়ণ চন্দ্র নাথের ছেলে রিপন এক সময় পাহাড়তলীর সাগরিকা এলাকার অর্গানিক জিন্স নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। অশোভন আচরণের জন্য তাকে ওই কারখানা থেকে ছাঁটাই করা হয়।

পরে ছুরি হাতে ওই কারখানায় ঢুকে বেশ কিছু কর্মীকে জিম্মি করার অভিযোগে গত ৯ এপ্রিল রিপনকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা পুলিশ। ১০ এপ্রিল থেকে কারাগারে আছে রিপন।

কেন্দ্রীয় যুবলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত অমিতের বিরুদ্ধে ২০১৪ সালে রেলের দরপত্র নিয়ে জোড়া খুনসহ অন্তত ১৩টি মামলা আছে। হত্যা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে আগেও তিনি একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

সর্বশেষ নিজের বন্ধু ইমরানুল করিম ইমনকে হত্যার অভিযোগে ২০১৭ সালের ২ সেপ্টেম্বর পুলিশ গ্রেপ্তার করে অমিতকে। তারপর থেকেই তিনি কারাগারে ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App