সেই চশমাকে আর কোথাও দেখি না
হালকা মেরুন ফ্রেমে সাজানো সে দেহ
তীব্র আলোর বিপরীতে কেমন উজ্জ্বল
বাবার চশমা
যাকে দিয়ে এঁকেছি একদিন সবুজ শৈশব
স্বপ্নের দালান কোঠা ভোঁ-দৌড়
এক্কা দোক্কা খেলা ফুটবল কিংবা কাবাডি
মুক্তিযুদ্ধের ছবি কতো অমলিন
তাকে আর দেখি না কোথাও
সেই আমি একদা একদিন
পৃথিবী এনেছি কাছে যাঁরই কৃপায়
প্রতিদিন খুঁজে খুঁজে তাকে আমি শুধু হয়রান
সেই সে চশমার মতো কতো চশমা ওড়ে চারদিকে
কতো চশমায় দেখি সম্পন্ন স্বদেশ
কবিতার পাখি হয়ে ওঠা
কতো নজরুল, শামসুর কিংবা ফজল
কতো আল মাহমুদ, শক্তি ও সুনীল
একজন মুজিব দেখি একটি জাতির বেড়ে ওঠা
শুধু সেই চশমা দেখি না কোথাও
আমার বাবার মতো কোনো চোখ
দেয় না উঁকি কোনো ফ্রেমে
কতোকাল শূন্যতায় হাবুডুবু
কতোকাল নির্ঘুম রাতে একাকি নক্ষত্র দর্শন
কতোকাল কবিতার নিরেট বুকে
চাবুক মেরে মেরে শব্দক্ষয়
কতোকাল চশমা অভাবে ক্লান্ত কবিতা হৃদয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।