প্রজাপতির ডানায় বিষ
পরমাণু বোমায় গর্ভবতী হচ্ছে শিকারি ঈগল
ভূমিষ্ট হলেই ধরিত্রীর মৌন তপস্যা হবে ভঙ্গ
চৈত্রের বৃষ্টির শেষে যেমন উঁই পোকা
দিকশূন্য উড়োউড়ি করে অভয়াশ্রমের দিকে ঠিক এভাবেই
মাটির খাঁচা থেকে প্রাণগুলো মহাশূন্যে
যাত্রা করবে একদিন দেহ মিশে যাবে মৃত্তিকায়,
কয়েক শতাব্দীর পরে প্রত্নতত্ত্ববিদ মাটি
খুঁড়ে তুলবে আমাদের কঙ্কাল তারপর ডিএনএ
টেস্ট করে বলবে ইশ আদিম যুগের মানুষ বন্য ছিল বটে
না হলে
এভাবে রাইফেলের বুলেটে কেউ
কাউকে চালুনির মতো করে,
হয়তো তাদের কেউ রসিকতা করে আমাদের ফুটো
হাড্ডি দিয়ে বাঁশিতে সুর তুলবে মনের আনন্দে,
অথচ আমরা প্রতিনিয়ত পালাচ্ছি জীবন-
থেকে সূর্য-ডোবা যাত্রা শেষ করে-
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।