কিছু কিছু মুহূর্ত বেঁধে রাখতে চাই রঙিন ফিতেয়! তারপর কাঁচের বয়ামে বন্দি করে রেখে দিবো হিমঘরে। ঠিক যেমন করে জুলোজির ল্যাবে এমিবাকে রাখা হয়…
আজ থেকে বিশ কিংবা পঞ্চাশ বছর পর; মুহূর্তগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রটিয়ে দিবে, কি দারুন্নন্ ছিল আমাদের সময়গুলো,আমাদের সম্পর্কগুলো।
ততদিনে সম্পর্করা অনেকটাই সিনথেটিক, শুষ্ক।
মুহূর্তরা ওয়ানটাইম ইউজ পলিথিন ব্যাগের মত।
আর আমরা তখন কেবলই গলে যাওয়া অথবা ক্ষয়ে যাওয়া সময়ের অদৃশ্য সাক্ষী!
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।