×

জাতীয়

৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৭:৪৯ পিএম

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে ছয় ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিল। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করার পর বিকেল সোয়া ৩টায় রেল চলাচল আবারও স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ জানান, ঢাকা থেকে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি রশিদপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছলে সকাল সাড়ে ৯টায় দুটি বগিসহ এর ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

এতে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে এবং সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছে দুর্ঘটনাকবলীত ট্রেনটি উদ্ধার করে। পরে বিকেল সোয়া ৩টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App