×

সাময়িকী

সুন্দরের মগ্ন পূজারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৭:৫২ পিএম

আকাশের একমুঠো পোট্রেট বিকেল বিপুল পৃথিবীর বর্ণিল ক্যানভাসে কৃষ্ণচূড়ার তারুণ্যময় অপরূপ রূপ ঝিলের ধারে স্বপ্নবাজ পাখিদের চপল-চঞ্চলতা, বর্ষার রূপালী নৃত্যমুখরতা, মন্থর রবীন্দ্রসঙ্গীতে না হয় কাটাবো কিছুটা সময়। দিগন্ত ছোঁয়ার অলীক স্বপ্নে বিভোর কিশোরীর মনে মৃদঙ্গ বেজেছিল একদিন অপার সমুদ্র প্রেমে রাতের শরীরে চাঁদের লাবণ্যধারা ঝরেছিল সাগরজলে। আজ সেই মুগ্ধ দুচোখে কেবলই কুয়াশা। উড়াল দিয়ে ফিরে না আসা মানুষের চিরন্তন নিয়তি, পাখিজীবন মানুষের নয়, তবুতো মানুষ সুন্দরের মগ্নপূজারী,স্বপ্নপূজারী পৃথিবীর এতো বিপুল বৈভবে সুন্দরের মাঝে মগ্ন রবো হয়তো আরো কিছুটা সময়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App