×

সাময়িকী

সন্দিগ্ধ আয়না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৪:১৫ পিএম

সন্দিগ্ধ আয়না
সন্দিগ্ধ আয়নায় দেখিনি মুখের অন্দরে মুখ রাখিনিতো এতটুকু জমা মুঠোভরে পুরে রাখি বিশ্বাসের হাতে যতো উৎসুক তুলেছে উল্লাস বিশ্বাসের নদী উপচে যাওয়া ঢেউ, মুগ্ধ দু’কূল অপ্সরী বুকে অগোচরে রচে গেলে ইন্দ্রজাল এই যে মরণ ফাঁদ। বিশ্বাসী সত্তায় প্রচ্ছন্ন অবিশ্বাস, অথচ রাতঘর এক এ নদী বহুকামী-যতোটা ছিল সঙ্গোপন শরীরের ঔদ্ধত্যে আজ আমি দণ্ডিত অপুরুষ পরকীয়াবোধে কবে যেন খুঁজে নিলে পরবুক। না হয় কিছুটা অবশিষ্ট থাক ভালোবাসা, বিশ্বাস যতো আছে উদার বোধে কিছুটা রাখিও বিশ্বাসের মূল্য দিতে নিভৃতচারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App