×

সাময়িকী

শুধু দেখা নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৮:০৯ পিএম

তোমাকে দেখার আগে আমি আর কাউকে দেখিনি যে দেখায় দুটি চোখই শুধু যথেষ্ট নয় তৃতীয় নয়ন লাগে, ষষ্ঠ ইন্দ্রিয়ও যেখানে জরুরি তোমার দেহ সৌষ্ঠবে কী চমৎকার লেগে আছে স্রষ্টার আঙুলের দাগ কান্তিযুক্ত লাস্যময়ী বাঁক রচনায় কোন সে কলম নিরলস তার হাতে ধরা আপাদমস্তকে ভেসে আছে মহান শিল্পীর অন্তর্গত অনুভূতি ছোপ ছোপ লেগে আছে নৈপুণ্যের ধারাপাত আমাকে টানছে- পাঁচ হাজার একশ হর্স-পাওয়ার যেখানে তুচ্ছ কী মনোগ্রাহী সে টান- আলতো দোলায় দুলে উঠেছে আমার পৃথিবী আমার কোনো রাখঢাক নেই আমি চলে যাচ্ছি অনন্তের পথে, ফিরে এসে আরেকবার যদিও কাউকে বলতে পারবো কিনা জানি না তবুও মহান শিল্পীর সাক্ষাৎপ্রার্থী আমি কোন তুলিতে কীসের স্পর্শে প্রাণবন্ত এই শিল্পকলা আমাকে গ্রাস করেছে তা একবার বিনীত পরখ করতে চাই, এ তো শুধু দেখা নয়- বন্দর কাঁপিয়ে ছেড়ে যাওয়া জাহাজ গভীর সমুদ্রে ডুবে যাওয়ার ভয় নেই, কৌতূহল অভিযানে ক্ষুদ্র জীবনটা বাজি রেখে পাড়ি দেওয়া পথ ফিরে আসবো কী আসবো না এই বিবেচনা একেবারেই অনুপস্থিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App