×

সাময়িকী

শিরোনামহীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৮:০৯ পিএম

উচাটন রাতের দক্ষিণ অস্তগামী চোখে এক ফোঁটা ঘুম নেই সারা পৃথিবীটা তছনছ করেই তোমাকে খুঁজেছে ভোর হতেই দেখে উজালা পূর্ব দিক, সেদিকেই দাঁড়িয়ে আছো পুবাল বোঝা হাতে, পশ্চিমে বিশ্বাস দাঁড়িয়ে। ভোর হতেই সীমান্তে হৃদয় বিদ্ধ বিরহের কাঁটাতারে কষ্টসহিষ্ণু বিকেল তোমার মুখে হাসির প্রলেপ এঁকে দেয়, বিশ্বাস ঠায় দাঁড়িয়ে থাকে সীমানায়, তোমার হাত ধরে যতনে যদি খেয়া পারাপারে যদি ভালোবাসায় যৌবন আসে ফিরে যদি মন অশান্ত হয়, রচিত হতেই পারে প্রেমের উপাখ্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App