×

খেলা

রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৩:০৪ পিএম

এবার বিশ্বকাপ ক্রিকেটে টাইগার ভক্তদের প্রত্যাশা একটু বেশি। মাশরাফির বাহিনী আজ ওভালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। বিশ্বকাপ টুনামেন্টে নিজদের প্রথম ম্যাচটি জিততে মরিয়া স্টিভ রোডসের শিষ্যরা। তবে এই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে টাইগার অল রাউন্ডার সাকিবের সুযোগ থাকবে ওয়ানডে ক্রিকেটে একটি সম্মানজনক ক্লাবে প্রবেশের। দ্রুততম সময়ে এই ক্লাবে প্রবেশের দ্বারপ্রান্তে এখন সাকিব আল হাসান। বর্তমানে টাইগার অলরাউন্ডার সাকিবের দুর্দান্ত পারফরম্যান্স দেখে মুগ্ধ হননি এমন দর্শক ক্রিকেট বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর। ক্রিকেট মাঠে ব্যাট ও বল হাতে তার দাপট নতুন কিছু নয়। তাছাড়া বিশ্বকাপ শুরুর আগে আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‌্যাংকিং অনুযায়ী ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার এখন সাকিব আল হাসান। বর্তমানে তার যে ফর্ম ও বয়স আরো কয়েক বছর যে ক্রিকেট বিশ্ব দাপিয়ে বেড়াবেন তাতে কোনো সন্দেহ নেই। এমনকি টাইগার অলরাউন্ডার সাকিবের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী খেলোয়াড় এবং সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি সাকিবকে বেছে নিয়েছেন বিশ্বকাপের ডেঞ্জারম্যান হিসেবে। আজ প্রোটিয়াদের বিপক্ষে উইকেট শিকার বা রান আটকে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে বাংলাদেশ দলের অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে টাইগার অল রাউন্ডার ৫ হাজার রান আগেই পূর্ণ করেছে কিন্তু উইকেট সংখ্যা এখনো ২৪৯টি। তাই আজ দক্ষিন আফ্রিকার বিপক্ষে ১টি উইকেট শিকার করতে সক্ষম হলে সাকিব ৫ম সদস্য হিসেবে আড়াই উইকেট শিকারিদের ক্লাবে প্রবেশ করবেন। এর আগে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান ও ২৫০ উইকেট রয়েছে ৪ জন খেলোয়াড়ের। তারা হচ্ছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, আব্দুর রাজ্জাক, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া। এই তালিকায় সবচেয়ে কম ম্যাচে প্রবেশ করেছেন আব্দুর রাজ্জাক। রাজ্জাক প্রবেশ করেছেন ২৫৮ ম্যাচে। আফ্রিদি ২৭৩ ম্যাচে, ক্যালিস ২৯৬ ম্যাচে ও জয়সুরিয়া প্রবেশ করেছেন ৩০৪ ম্যাচে। সাকিব আল হাসান এখন পর্যন্ত খেলেছেন ১৯৫টি ওয়ানডে। স্পিনার হিসেবে কখনোই বলে অত টার্ন ছিল না সাকিবের তবে ইদানীং ২২ গজে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাই নিশ্চিতভাবেই বলা যায় বিশ্বকাপের আসর মাতিয়ে ৬ হাজার রান ও ২৫০ উইকেটের মাইলফলক অনায়াসে ছাড়িয়ে যাবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ওয়ানডেতে বর্তমানে সাকিবের সংগ্রহ ৫৭১৭ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App