×

জাতীয়

রাঙামাটিতে মাটি চাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৭:৩৭ পিএম

রাঙামাটি শহরের মহিলা কলেজ সড়কে মাটি চাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আজ রোববার (০২ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেন্টু হোসেন (৫৫), মো. আরফন আলী (৭০) ও তানভীর (১৭)। আহতরা হলেন- সবুজ মাঝি ও মো. ওমর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কাপ্তাই লেকের পাড়ে জনৈক সেলিম ঠিকাদারের বোন পারভিন আক্তারের ভবনের দেয়ালের গর্ত করছিলেন। এ সময় মাটির একটি বড় চাক ভেঙে তিন শ্রমিকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান আহত হন আরও দুইজন।

জানা যায়, ওই ভবনের কাজে সবুজ মাঝির নেতেৃত্বে ১১ শ্রমিক অপরিকল্পিতভাবে কয়েকদিন ধরে মাটি খোঁড়ার কাজ করছিলেন। দুপুরে খনন কাজ বেশি গভীরে গেলে হঠাৎ মাটি ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তখন আটজন শ্রমিক গর্ত থেকে উঠে আসতে পারলেও তিনজন চাপা পড়েন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসী মাটি খুঁড়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App