×

সাময়িকী

যেভাবে উত্তরতম আলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৮:০৯ পিএম

একটির পর একটি দেয়াল দাঁড় করিয়ে রাখা যায়। পথে পথে রেখে যাওয়া যায় কাঁটা। কিংবা দাগগুলো মুছে দেবার জন্য সাজিয়ে রাখা যায় বিচিত্র ধরনের মেকআপ। তবু দাগ থাকে, দুঃখ থাকে, থাকে দূরতম জলের নিশ্বাস। সব প্রশ্নের জবাব দেয়া যায় না। সব মেঘের বিপরীতে আঁকা যায় না নিজের মুখ। তবু শ্রাবণ আসে। ঝড়ের গতি ধসিয়ে দেয় অনেক দেয়াল। সরিয়ে নিয়ে যায় অনেক প্রাচীন কাঁটা। উত্তরতম আলো যেভাবে ভালোবেসে মানুষকে আলিঙ্গন করে- মূলত তার আয়ুই লিখিত থেকে যায়। বাকি ইতিহাস মিশে যায় ঘূর্ণিজলে। ঢেউয়ের দুরন্ত শরীরে- উল্লাসে, উল্লাসে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App