×

সাময়িকী

মুহূর্তে বাঁচো তাই / দেবীস্মিতা দেব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৫:১৪ পিএম

মুহূর্তে বাঁচো তাই / দেবীস্মিতা দেব
তোমার বুকে যাচ্ছে যে ঝড় বয়ে তোলপাড় করা সেই হাওয়াতে বইবে না জেনো কেউ। তোমার চোখে যাচ্ছে যে নদী বয়ে সেই স্রোতে আজ কারোর বুকেতে উঠবে না কোনো ঢেউ। তোমার কান্না কাঁদবে তুমিই নিজে। সেই কান্নায় কীই বা পাবে, সান্তাবনা কিছু ছাড়া শ্যাওলা পড়েছে তাদেরও বুকের ভেতর পারতো তোমাকে মানাতে বোঝাতে যারা। স্রোতে ভেসে যাবো তুমি, আমি আর আমরা সবাই সব মিছে কেন তুমি গুমরে যে মরো করে কাঁদো কাঁদো রব। ভুলে গিয়ে সব দুঃখ কষ্ট মুহূর্তে বাঁচো তাই চলতে চলতে একদিন তুমি শিখে যাবে বাঁচাটাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App