×

সাময়িকী

মুচকি হাসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৭:৫২ পিএম

আর আমি; যে আমি হতে পারতাম একজন প্রবক্তা ভবিষ্যৎ বাণীতে মিশিয়ে রাত্রির রহস্য বলতে পারতাম ফাঁদগুলো নির্মাণে তেমন কোনো পারদর্শিতাই ছিল না যুক্তি ভ্রান্ত নয় কারণ লজ্জাহীনতাই এখন দায়িত্ববানের নির্ভুল দায়িত্ব আর আমার বলবার আর একটা উপায় ছিল আর তা বললে সাগর শুকিয়ে যায় শুশুকগুলো মারা পড়ে বাস্তবে পৃথিবীটা আরো বেশি গরম হয়ে উঠবে জুন মাসে আর ডিসেম্বরে পুরোপুরি উড়বে ধ্বংস বোমা সঠিক না হলে আগুন লাগিয়ে দাও, ফলে যাবে কিন্তু আমি একহাত ঘাড়ের কাছে একহাত পায়ে রেখে চালাকির কথা বলছি আর সেগুলো শুনে শুনে হড়কে যাচ্ছে নগরের কাক এখন আমি এর উপযুক্ত বয়ান তৈরি করেছি কিন্তু তার খানিকটা খসড়া শুনে রমিজ পাগলা প্রথমে বিরাশি ওজনের থাপ্পড় হেঁকে পরে চ্যার চ্যার করে রাস্তায় মুতে নুনু ঝাঁকিয়ে বললো যা ভাগ, দূর হ’ আমি যে মোটেই কিছু নই এই কথাটা বুঝতে পেরে সবাই মুচকি হাসলো-  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App