×

সাময়িকী

মাদার আন ফ্রার লেখা চিঠি / রবিশঙ্কর মৈত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৪:৩০ পিএম

মাদার আন ফ্রার লেখা চিঠি / রবিশঙ্কর মৈত্রী
আন ফ্রাকে তোমার এতো ভয়? সোজা হয়ে দাঁড়াও, আমার চোখের দিকে তাকিয়ে বলো, কী দেখছিলে লোভাতুর চোখে? আন ফ্রাকে তোমার এতো ভয়? দৃষ্টি গোপন করে কোথায় বিদ্ধ করছিলে আমাকে? সভ্যতার কাছে নত হয়ে এখনও তোমরা কৌশলে ছলে অসভ্যতাই পালন করে যাচ্ছ? এসো, যদি পারো মুগ্ধতার ব্যাখ্যা দাও। আর যদি সত্যিই অসভ্যতা গোপন করো, দূর হও। লো গারদোঁ নদের জল, সেভেন পাহাড়ের ঝর্ণা এবং দিগন্ত বিস্তৃত দ্রাক্ষামাঠের কাছেও তুমি আর এসো না। মনে রেখো, ইতরপনা অসভ্য মানুষের দৃষ্টি পড়লে প্রকৃতিও বিপন্ন বোধ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App