×

জাতীয়

বৃষ্টিপাত হতে পারে ঈদের দিনেও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ১১:১৪ এএম

বৃষ্টিপাত হতে পারে ঈদের দিনেও

ফাইল ছবি

আবহাওয়ার পূর্বাভাসে জুনের প্রথম দিনই বৃষ্টির দেখা মিলবে এমন আভাসই দিয়েছিল আবহাওয়া অফিস। হলোও তা-ই। গতকাল শনিবার ভোর রাতে শুরু হওয়া এক পশলা বৃষ্টি কয়েকদিনের টানা ভ্যাপসা গরম থেকে নগরবাসীকে স্বস্তি এনে দেয়। তবে স্বস্তির এই বৃষ্টিতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে ঈদে ঘরমুখো মানুষদের। আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহখানেক ধরেই এই বৃষ্টি চলতে পারে। ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হতে পারে ঈদের দিনও। দু’একদিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, ঈদের সময়টাতে বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই গরমের তীব্রতা কমে আসবে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুনের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলের দিকে বৃষ্টি একটু বেশি হবে। চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, খুলনা এসব অঞ্চলে বেশি বৃষ্টি হবে। ঢাকা ও আশপাশের জেলা শহরে বৃষ্টি হবে তুলনামূলক কম। প্রসঙ্গত; চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ২৯ রোজা হলে ৫ জুন, আর ৩০ দিনের রমজান হলে ৬ জুন উদযাপন হবে ঈদ। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায় জাতীয় ঈদগাহে। তবে আবহাওয়ার প্রতিকূল হলে ওই জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App