×

সাময়িকী

প্রকৃত ঠিকানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৪:২৪ পিএম

প্রকৃত ঠিকানা
হয়তবা কোনোদিন থেকে যাব তোমাদের দেশে, ফিরিয়ে দেবে না কেউ, বলবে না চলে যাও তুমি, দেশের আবহ ছুঁয়ে বলা যাবে সমান শ্রদ্ধায় এ আমারও, দিগন্ত জুড়ে ডাক দেবে পিতৃভূমি। কাছে আসি প্রতিদিন, ফেরার আহ্বান কানে আসে, আমার শিকড় ছোঁয় মাটি, বেজে ওঠে সুর অজানা, পলিভাঙা পদ্মায় পার হবে ডিঙি খুশিমতো ঘোলাজলে খুঁজে নেবে হৃদয়ের তাপ, প্ররোচনা। দৃশ্য নয়, শব্দের বন্ধনে আমি বর্ণমালা বাঁধি, শূন্যতার সাথে জমা হয় দূরদেশ, সন্ন্যাসী কোন, মায়ের কণ্ঠে গান, ভেসে আসে ভোরের আজান বুকের পাঁজরে আঁকা দেশ মুছে যায় আদৌ কখনো! নিবিড় আকাশ জুড়ে পুড়ে যায় পরিযায়ী ডানা, একদিন, জানি পাবো আমাদের প্রকৃত ঠিকানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App