×

সাময়িকী

ধরো আমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৪:২০ পিএম

ধরো আমি
ধরো আমি কেউ না ধরো আমি রাত না, ধরো আমি দিন না ধরো আমি বৃষ্টি না, ধরো আমি মেঘের কণাও না, ধরো আমি কেউ না। দ্যাখ, তবে কি কিছু যায় আসে? কোথাও কি কিছুর ঘাটতি পড়ে? কোনো লাভ কিংবা ক্ষতিতে কি উজান কিংবা ভাটি আসে? তবে ধরো আমি কেউ না বন না, জঙ্গল না জল না, কাদা না ঘর না, বাড়ি না পথ না, পথিক না ধরো আমি কেউ না। সূর্যাস্তে কিংবা সূর্যোদয়ে তবে কি কোনো বদল হয়? ধরো আমি কেউ না আমি শুধু আমার ভেতরে জেগে থাকা একটি নিহারীকা যার সারাটা জীবন অসম দৈর্ঘ্য-প্রস্থের এক ধূসর পাণ্ডুলিপি ছাড়া আর কিছুই না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App