×

সাময়িকী

দেখি না! ভাঙছে মাটির কলজেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ১২:৫৬ পিএম

দেখি না! ভাঙছে মাটির কলজেই
পথ দেখি না কেমন যেন পানসে হয়ে উঠেছে চারপাশ পাখিদের নীড় দেখিনা কাক দলবেঁধে উড়ে ব্যস্তপথে নারী আর শিশুরা মহাশূন্যের খোঁজে, দাঁতাল সময় পথিক দেখি না সস্তামনের মানুষ দৌড়ে পালিয়ে যায়। আরও চাই পাহাড়-জল-জঙ্গল-নদী ও গ্রামচিহ্ন আঁকা, খালের বুকে! পথ ভুলে ভুলে অনেক এখন মনুহারা দল রবীন্দ্রনাথের বোট দেখি না গ্যাসচাকা ও গুপছি টিকেট শ্যামল মুখচ্ছবিই আততায়ীর হাতে; শূন্যে লুটের বাতাস। কৃষক দেখি না পোড়ামাটির শ্রমিক, কাঁদে শ্বাস ধোঁয়ায় ভারানী দেখিনা সাইজ করা চালআড়ৎ পাড়ায় মাছ শিকারি দেখিনা জল আটকানো ঝিলের ছবি ধানের গোছা দেখি না বালির মরুভূমি অপলক কবি। প্যাডেল দেখি না হুটহাট পড়ে যাওয়া বোঁচানাক মন্দির মসজিদ গির্জা প্যাগোডা চুনকামে বাজেট পাস আউল বাউলের ঠিকানা এখন শিল্পকলা ও ক্যালেন্ডার মা ও মায়ের ছেলেরা এখন ঝিমোয় উনত্রিশ বর্ণমালায় ডাকাতিয়ায় মূর্ছা যায় পদ্মিনী সাঁতার কাটে না আর প্রিয়জন হারানোর বেদনা সে বুঝে হারায় যার... অস্ত সময়। আলগা প্রেমেরশিস, দেখি না তাতে কী! ভাঙছে মাটির কলজেই কিন্তু ভয় এ তো আবার চোরাবালি নয়...

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App