×

সাময়িকী

ছায়াপথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৩:১৭ পিএম

ছায়াপথ
আমার আমি এখনো প্রশ্নবোধক চিহ্নের মতো সীমানার এপারে দাঁড়িয়ে বিভেদের প্রাচীর আজো কাঁটাতার, বারবার কৌশলে দেয় হারিয়ে। নদীগুলো খুব বেয়াড়া শাসন মানে না সীমানা চেনে না, ছুটে চলার দুর্বার আনন্দে পেছন ফিরে দেখে না। নদী ধরার দল কিন্তু টুপ করে ওদের ঝুলিতে ভরে নেয়, ওদের আর ঘরে ফেরা হয় না! বোকা পরিযায়ী পাখির দল ভ‚গোল বোঝে না, জ্যামিতিক মাপজোখ-পরিমিতি জানে না। রাতের গভীরে কান পাতলে আজো শোনা যায় অস্ফুট কণ্ঠে ফিসফিস করে ফেলানীরা বলে কাঁটাতারের গায়ে ওগুলো কালশিটে রক্তের দাগ, জং ভেবে ভুল করো না। আমি চোখ তুলে দেখি আমার আকাশগঙ্গা তখনো নিশ্চুপ দাঁড়িয়ে আমার আর গঙ্গাস্নান করা হয়ে উঠে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App