×

সাময়িকী

চেতনা-অবচেতনার গল্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৩:১৪ পিএম

চেতনা-অবচেতনার গল্প
মাঝেমধ্যে ছুটে যাই-যেখানে তুমি নেই চেতনা-অবচেতনার ভেতর অস্তিত্ব অনুভব করি। অনুভব করি গভীর ভালোবাসা গভীর আগ্রহ গভীর চোখের পঙ্ক্তিমালা হাওয়ায় হাওয়ায় উড়ে যায় শঙ্কমালা ধরা বড় দায়-অধরার বেশে উড়ে যায় নীলাকাশে মেঘভরা আকাশে কাঞ্চনঝঙ্কারে। অলিক মোহ ছুটে যায় ক্ষণিক নিরুদ্দেশে কুহেলিকা, মরীচিকা যেন তার নাম নাম দিয়ে কী হবে? তাকে ডাকি শত নামে সে ভেলকিবাজ সে অধরা সে স্পর্শকাতর সে শিখা অনির্বাণ। ফিরে আসি-ছুটে যাই-যেখানে তুমি নেই সম্বিৎ ফিরে পাই স্পর্শের ভেতর অন্যরকম অনুভ‚তি জাগে, অনুভূতিতে হাঁটি আর হাঁটি এ পথ অজানা এ পথ নিশ্চিহ্ন এ পথ বধ্যভ‚মি। তবুও হেঁটে চলি ক্রমশ পথ তবুও হেঁটে চলি অবিরত তোমাকে পাবার উচ্ছ্বাস অনবরত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App