×

সাময়িকী

উদ্ভ্রান্ত পাখি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৪:১০ পিএম

উদ্ভ্রান্ত পাখি
উদ্ভ্রান্তের মতো শান্ত-সচ্ছল, ষড়ৈশ্বর্য পাখিটা কেবলই বলছিল, ভালোবাসি, ভালোবাসি আর ভালোবাসি...   এবং একদিন ভালোবাসার নামাবলি, নতুন টুলটুলে টোপর ও শিশিরের অজস্র রঙিন রেশম গায়ে দিয়ে উড়ে গেল পাখিটা। ভুল করে, রাতের আঁধারে চলে গেল দক্ষিণের চিরহরিৎ পাতা ঝরা প্রান্তরে।   উড়ে উড়ে অস্থির, এলোমেলো ও শ্রান্তরসে আবারো দিকভ্রান্ত হয়ে যাচ্ছিল পাখিটা...। নদীর চারপাশ, আকাশের ওপারে নীলাকাশ; অদেখা ভুবনে ঘুরে ঘুরে সবুজ প্রান্তরে ফিরে এলো উদ্ভ্রান্ত পাখিটা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App