×

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ৩ সিরীয় সেনা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৮:৫৭ পিএম

ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ৩ সিরীয় সেনা নিহত

প্রতীকী ছবি।

সিরিয়ার সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এতে সিরিয়ার তিন সৈন্য নিহত এবং সাত সৈন্য আহত হয়েছেন।

সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলের ভূখণ্ডে কথিত হামলার জবাবে রোববার (২ জুন) আইডিএফ পাল্টা এ হামলা চালায়।

আইডিএফের দাবি, আগে সিরিয়া থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে দু’টি রকেট হামলা চালানো হয়। গোলান মালভূমি থেকে চালানো ওই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি।

ইসরায়েল বলছে, ওই হামলার জবাব দিতেই সিরিয়ার সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সিরিয়ার মাটি থেকে ওই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই পাল্টা এ হামলার নির্দেশ দেন। ইসরায়েলের উত্তরাঞ্চল আক্রান্ত হওয়ায় তিনি বলেন, আমাদের ভূখণ্ডে কোনো ধরনের গুলি ছোড়া সহ্য করবো না এবং আমাদের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের মোক্ষম জবাব দেবো।

দামেস্কভিত্তিক সংবাদমাধ্যম বলছে, ‘শক্রপক্ষ’কে মোকাবিলায় আকাশপথে বেশ ‘সতর্ক’ রয়েছে সিরিয়া। দামেস্ক থেকে শুরু করে এর আশপাশে বড় এলাকাজুড়ে কড়া প্রহরায় নিরাপত্তা বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App