×

সাময়িকী

আমার প্রিয় খেলা ক্যারাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৫:১৬ পিএম

বাবা খেলতেন মধ্যমায়, আমরা তর্জনী। আমাদের লাল দাগে বাঘবন্দি বিকেল মধ্যরাতে বালিশ বদল; হলুদ লুডুর ভাঁজ খুললেই আমার হার, হারুপার্টি হারুপার্টি হর্ষধ্বনি! খলবলানো হাসি সরলার। আঙুলের ছোঁয়ায় ছক্কা মানি আজও। চোখের ভান জানতেন মাওইমা, নিচের ঘরে তাই নীল বোতাম। মধ্যরাতের অশ্বারোহী ম্যারাডোনা, ভালো খেলেন। পাঁচ দান ঘুরে আমার ভাগে এক্কা! খেলে যাই তবু পিছল সাদা পথ আছড়ে পড়ি, উঠে দাঁড়াই কত শত খেলা জমে ওঠে প্রতিদিন; পাহাড় চূড়ায় বসে পা নাচাও তুমি। এ কেমন খেলা পেতেছ ঈশ্বর! রাঙা এক বধূকে ঘিরে সাদা-কালো আঠারো যুবক!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App