×

সাময়িকী

অচেনা এক স্বর্ণ দ্বীপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ০৩:১৯ পিএম

অচেনা এক স্বর্ণ দ্বীপ
অচেনা এক দ্বীপ জেগেছে হৃদয় মাঝরাতে চিনি না তো বাসিন্দা তার, আছে কল্পলোকে। সে আমারে উদাস করায়, থাকি মগ্ন তার ঘোরে, সাগর সম ভালোবাসা, রেখেছি তার অন্তরালে। তার জীবনের ভ‚মিকা, নেই তো আমার বাস, উপসংহারে নিলাম যে ঠাঁই, দিন যা গেছে যাক। হঠাৎ যেন করলো দখল, আমার ভুবন জুড়ে, তারুণ্য ও আজ বাঁধলো বাসা এস পৌঢ়ত্বে। আমি যে আর নেই তো আমার, সবটুকুই আজ যার, সে যে আছে আমর মাঝে, সব অভিব্যক্তি তার। ডুবে ছিলাম অন্ধকারে, ছিল প্রাণ এক নির্জীব, সজীবতায় গড়বো তুলে, আমার স্বপ্নের স্বর্ণ দ্বীপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App