শেকড়বন্দি সিদ্ধান্ত নিয়ে পৌঁছে গেছি
নাগালের প্রান্তে; আবিষ্কৃত কিছু বোধে
করায়ত্ত করেছি সার্বভৌম চেতনা
ডগমগ হলো রূপ- চুল ঝাঁকা শোধে।
স্বীকৃতির রূপায়ণে নির্ভর করে
সুরভির তত্ত্বে হেঁটেছি বিনয়ীর পথে,
দোলপূর্ণিমার পারদর্শী অনুগ্রহে
সুধারধারা খুঁজেছি আশীর্বাদী রথে।
শেকড়বন্দি সিদ্ধান্ত সশব্দ খাঁকারে
শিকল ভাঙে- শ্লোক বলে রাতের ভিড়ে,
আঙিনামগ্ন জ্যোৎস্না ঝরে, ছন্দ হাসে
দূর হয় ছায়াস্তূপ, শর্ত পাশ ফিরে;
আনন্দ বিধানে ঝলক দিচ্ছে ভবিষ্যৎ-
জ্যোতির্ময়ী ডানা মেলে চারদিক ঘিরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।