তোমার বুকে যাচ্ছে যে ঝড় বয়ে
তোলপাড় করা সেই হাওয়াতে
বইবে না জেনো কেউ।
তোমার চোখে যাচ্ছে যে নদী বয়ে
সেই স্রোতে আজ কারোর বুকেতে
উঠবে না কোনো ঢেউ।
তোমার কান্না কাঁদবে তুমিই নিজে।
সেই কান্নায় কীই বা পাবে, সান্তাবনা কিছু ছাড়া
শ্যাওলা পড়েছে তাদেরও বুকের ভেতর
পারতো তোমাকে মানাতে বোঝাতে যারা।
স্রোতে ভেসে যাবো তুমি, আমি আর
আমরা সবাই সব
মিছে কেন তুমি গুমরে যে মরো
করে কাঁদো কাঁদো রব।
ভুলে গিয়ে সব দুঃখ কষ্ট
মুহূর্তে বাঁচো তাই
চলতে চলতে একদিন তুমি
শিখে যাবে বাঁচাটাই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।