
অদ্ভুত এক আঁধারে আচ্ছন্ন এই নগর
হেঁটে যায় রক্ত লোভী এক নাগর।
ভেবেছিলাম গোলাপ গোলাপ শহর হবে
মানুষে মানুষে অপরূপ এক মেলবন্ধন রবে।
উলঙ্গ শরীর বিছিয়ে রাজপথ করেছি তোমার
সেখানে হেঁটে যায় বীভৎস এক রাক্ষস কুমার।
আজ তুমি নেই তাই জীবনের সব পোড়ে
বকুলের গন্ধে ঘুম ভাঙে না কোনো ভোরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।