×

সাময়িকী

পতঙ্গ জীবন হয়তো বেশি ভালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০১৯, ০৭:৩৭ পিএম

কবিতা কী পারবে এই পাশবতা যৌনতা-সন্ত্রাস রুখতে, কবিতার শক্তি কতটুকু? মানুষ যে অমানুষ হয়ে গেছে এমন বিচ্যুতি থেকে ফেরাবে কে? কার এতো পড়েছে ঠেকা ও দায়? প্রশ্ন আছে- উত্তর আড়ালবর্তী, মাথা তুলবে কোনো দিন এমন নৈতিক জোর, সাহসও তো নেই। নিন্দা ও ধিক্কার ছি ছি পশুর অধম এই মানুষ জীবনে এর চেয়ে পতঙ্গেরও আত্মসুখ আছে মানুষের হয়তো ছিল কোনো দিন হাতছাড়া হয়ে গেছে নিজের দোষেই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App