×

বিনোদন

গানে গানে ঈদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০১৯, ০৮:২৯ পিএম

গানে গানে ঈদ

ঈদে আসছে ইমরান-পড়শীর ‘আবদার’ গানের মিউজিক ভিডিও

প্রিয় শিল্পীর নতুন গানের সিডি সংগ্রহে ভক্ত-শ্রোতাদের উপচেপড়া ভিড় সিডির দোকালগুলোতে। এমন দৃশ্য এখন শুধুই অতীত। বর্তমানে হাল আমলের ক্যাসেট প্লেয়ার-সিডি-ডিভিডির জায়গা দখল করে নিয়েছে স্মার্ট প্রযুক্তি, স্মার্টফোন। ফলে গান প্রকাশের ধরনও এখন বদলে গেছে। গান প্রকাশ হচ্ছে অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে। ঈদকে সামনে রেখে সব অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ব্যস্ত সময় অতিক্রম করছে গান রেকর্ডিং এবং গান বাজারজাতকরণের কাজে। পাশাপাশি টেলিভিশন চ্যানেলও গাননির্ভর একাধিক অনুষ্ঠান প্রচার করবে। এবারের ঈদের চাঁদরাতে সরাসরি গান আর গল্প নিয়ে টিভি পর্দায় হাজির হবেন বাংলা ফোক স¤্রাজ্ঞী মমতাজ। বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে ‘রঙের বাজার’ নামে এই বিশেষ অনুষ্ঠানে গত ৮ বছর ধরে তিনি মাতিয়ে রেখেছেন ভক্ত- শ্রোতাদের। কাওনাইন সৌরভের প্রযোজনায় চাঁদরাতে ৮টা ১৫ মিনিটে শুরু হবে ‘রঙের বাজার’ নামের বিশেষ এই অনুষ্ঠান। ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিট থেকে চ্যানেল আইয়ে গাইবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আফসানা মিমি এবং পরিচালনা করবেন অনন্যা রুমা। এ ছাড়া ঈদে গান শোনাবেন মাহফুজুর রহমান। এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় ‘মন থেকে রইলো শুভ কামনা’ শিরোনামে একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হবেন তিনি। অন্যদিকে ইভা রহমান হাজির হচ্ছেন ‘মনের ফ্রেমে তুমি’ শিরোনামের গানের অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১০টায়। এবারের ঈদে সর্বাধিক গান প্রকাশ করছে জি-সিরিজ। নবীন-প্রবীণ শিল্পীদের মেলবন্ধনে ফোক মিউজিকসহ বেশকিছু ব্যান্ডের অ্যালবাম প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। জি-সিরিজ থেকে সম্মিলিতভাবে প্রায় ২০০টি অডিও-ভিডিও গান মুক্তির অপেক্ষায়। এদিকে ঈদে গানছবি এন্টারটেইনমেন্ট থেকে কুমার বিশ্বজিতের বিশেষ একটি গান প্রকাশিত হবে। গানটির শিরোনাম ‘রস কইয়া বিষ খাওয়াইলো’। জবান আলী শাহের লেখায় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ঈদে নতুন গান প্রকাশের দৌড়ে পিছিয়ে নেই ধ্রুব মিউজিক স্টেশন। গত কয়েক বছর ধরে তারা নিয়মিত গান প্রকাশে শীর্ষে অবস্থান করছে। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাচ্ছে কাজী শুভ, তৌফিক তামিম, আরিফুল ইসলাম মিঠু, ইমন খান, খায়রুল ওয়ার্সি, সাফায়াত, তানভীর তারেক, রূপা রোজারিন, তামিম এবং শাইখ শানসহ অন্যান্য শিল্পীর গান। এবারের ঈদে গীতিকার সোমেশ্বর অলির লেখা দশটি গান প্রকাশ হতে যাচ্ছে। যার অর্ধেক প্রকাশ হবে সিঙ্গেল আকারে। এ ছাড়া তিনটি গান থাকছে পৃথক পাঁচটি নাটক-টেলিছবিতে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কাঙালিনী সুফিয়া, পথিক নবী, পিন্টু ঘোষ, মিনার রহমান, মাহতিম সাকিব প্রমুখ। ঈদের গান নিয়ে সোমেশ্বর অলি বলেন, ‘ঈদের আগেই কিছু গান প্রকাশ হবার কথা ছিল, যেগুলো নানা কারণে পিছিয়ে ঈদে প্রকাশ হচ্ছে। যার কারণে আমার তালিকাটা বড় দেখাচ্ছে।’ ঈদে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরানের হাফ ডজন গান প্রকাশের প্রহর গুনছে। ইতোমধ্যে সাউন্ডটেক থেকে প্রকাশিত হয়েছে ঈদের গান ‘কে তোমাকে এত ভালোবাসতে পারে’। পাশাপাশি সিডি চয়েজ থেকে ইমরান ও পড়শীর ‘আবদার’ শিরোনামে একটি গানের ভিডিও প্রকাশিত হবে। এ ছাড়া ঈদে ‘নোলক’ ছবিতে কনার সঙ্গে দ্বৈত গান করেছেন। ঈদের জন্য সাতটি নতুন গান গেয়েছেন ন্যান্সি। এগুলোর মধ্যে পাঁচটি দ্বৈত ও দুটি একক। কয়েকদিনের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের ইউটিউবে গানগুলো শোনা যাবে। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী তার নতুন গান ‘চোখের কার্নিশে’র ভিডিও প্রকাশ করছেন। ভিডিওটি তার নিজের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। জনপ্রিয় ব্যান্ড চিরকুট তাদের নতুন গান ‘দেখা হোক, দেখা হবে’ প্রকাশ করতে যাচ্ছে। সিএমভি থেকে প্রকাশিত হবে কাঙালিনী সুফিয়া, মিনার, মিজান, পান্ত কানাই, কণা, তাহসান, মার্সেল, শেখ সাদী ও পূজার গান। অন্যদিকে সিডি চয়েস থেকে প্রকাশ হবে আসিফ, হাবিব, ইমরান, পড়শী, কাজী শুভ, বেলাল খান ও তানজীব সারোয়ারের গান। পাশাপাশি দ্য ইন্ডাস্ট্রি নামে ইউটিউব প্লাটফর্মে প্রকাশিত হবে বাপ্পা মজুমদার, মিলা, প্রতীক হাসান ও রাজত্ব ব্যান্ডের গান। এ ছাড়া গানচিল থেকে সামিনা চৌধুরী, মিনার, শফিক তুহিন, মাহতিম শাকিবের গানের ভিডিও প্রকাশিত হবে। এ বছর জনপ্রিয় ব্যান্ড আর্ক, ব্ল্যাক, মহাকাব্য, আর্টসেল, শাফিন, কমল, এরশাদরা শ্রোতাদের জন্য নিয়ে আসছে ঈদের উপহার। আর্টসেল ব্যান্ডের ‘সংশয়’, এরশাদ জামানের গিটার ইনস্ট্রুমেন্টাল ‘ফাইট ব্যাক’, ব্ল্যাক-এর ‘ধূসর’, মহাকাব্য’র সেল্ফ টাইটেল্ড ট্র্যাক, মাইলস ব্যান্ডের শাফিন আহমেদের ‘বাতাসে কার কণ্ঠ’, শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায়’, আভাস ব্যান্ডের তুহিন-এর ‘বিবেক’ এবং বহুল প্রতীক্ষিত আর্ক ব্যান্ডের ‘অর্ধাঙ্গিনী’ গান নিয়ে এবারের ব্যান্ড সঙ্গীতের আসর সাজিয়েছে দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App