কবিতা কী পারবে এই পাশবতা
যৌনতা-সন্ত্রাস রুখতে,
কবিতার শক্তি কতটুকু?
মানুষ যে অমানুষ হয়ে গেছে
এমন বিচ্যুতি থেকে
ফেরাবে কে? কার এতো
পড়েছে ঠেকা ও দায়?
প্রশ্ন আছে- উত্তর আড়ালবর্তী,
মাথা তুলবে কোনো দিন
এমন নৈতিক জোর, সাহসও তো নেই।
নিন্দা ও ধিক্কার ছি ছি
পশুর অধম এই মানুষ জীবনে
এর চেয়ে পতঙ্গেরও আত্মসুখ আছে
মানুষের হয়তো ছিল কোনো দিন
হাতছাড়া হয়ে গেছে নিজের দোষেই
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।